সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক ১৯৫৫ সালে ঢাকা শহরের বস্তি এলাকায় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য শহর সমাজ উন্নয়ন কার্যক্রম (ইউসিডি) চালু হয়। এ কার্যক্রমের আওতায় শহর এলাকায় অবস্থিত শহর সমাজসেবা কার্যালয়সমূহের মাধ্যমে শহরে বসবাসরত শিক্ষিত, অর্ধ শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের সেলাই, কম্পিউটার, হাঁসমুরগি পালন ও যুগোপযোগী স্থানীয় চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে সহায়তা করা এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণের নাম |
মেয়াদ |
কম্পিউটার প্রশিক্ষণ; |
৫ (পাঁচ) মাস |
রেডিও-টিভি/ ফ্রিজ-এসি মেরামত প্রশিক্ষণ; |
৬ (ছয়) মাস |
সেলাই প্রশিক্ষণ; |
৬ (ছয়) মাস |
বৈদ্যুতিক মেরামত; |
৬ (ছয়) মাস |
এম্ব্রয়ডারী |
৬ (ছয়) মাস |
বাটিক ও ব্লক |
৩ (তিন) মাস |
ফুল তৈরি; |
৬ (ছয়) মাস |
কনফেকশনারী ও ফাস্ট ফুড তৈরি |
৩ (তিন) মাস |
শো-পিস তৈরি। |
৩ (তিন) মাস |
কোর্স ফি- সকল ক্ষেত্রে স্থানীয়ভাবে শহর সমাজ উন্নয়ন কার্যক্রম সমন্বয় পরিষদ কর্তৃক নির্ধারণ করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস